ক্রাইমসিন নিউজ ডেক্ম :
হবিগঞ্জের মাধবপুরে অভিনব কায়দায় বিপুল পরিমাণ গাঁজা পাচারকালে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই সুজন শ্যাম এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাধবপুর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার নাছির নগর নতুন রাস্তায় সামনে থেকে অভিনব কৌশলে ধানের কোঁড়ার বস্তায় ভরে গাঁজা পাচারকালে ৪০ কেজি গাঁজাসহ রমজান আলী (৩৫) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেন।
আরওপড়ুন ….
সে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের আবেদ আলী পুত্র। মাধবপুর থানার পরিদর্শক (ওসি) মোঃ রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।