মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ গ্রেফতার-১
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে ৬৬ কেজি ভারতীয় গাঁজাসহ তারেক হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯।
র্যাব-৯ সিলেট ব্যাটালিয়নের গনমাধ্যম শাখার সহকারি পুলিশ সুপার মোঃ মশিউর রহমান সোহেল জানান মঙ্গলবার ভোররাতে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত তারেক উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্দবপুর গ্রামের আলী হোসেনের ছেলে। ধৃত আসামীকে মাধবপুর থানা পুলিশে সোর্পদ করা হয়েছে। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।