হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার আইন ও মোটরযান আইনে অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) বিকালে উপজেলার চৌমুহনী বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান ও সরকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব যৌথ অভিযান পরিচালনা করেন। চৌমুহনী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়
এবং মোটরযান ও সড়ক পরিবহন আইনে মোট ৪ টি মামলায় জরিমানা করা হয় (২৬,৫০০) ছাব্বিশ হাজার পাঁচশত টাকা। মাধবপুর থানার এক দল পুলিশ অভিযান পরিচালনায় সহযোগীতা করেন। উপজেলার নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান জানান এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।