দৈনিক ক্রাইমসিন নিউজ ডেক্স :
মাধবপুরে মাদক সেবনের অপরাধে তিন জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাধবপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত বিন কুতুব মঙ্গলবার (২৬’সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামের মৃতঃমস্তুব আলীর ছেলে মোঃকাছম আলী(৬০) একই গ্রামের মৃতঃফুল মিয়ার ছেলে সাউজ মিয়া (৬০) ও জগদীশপুর বেলঘর গ্রামের মৃতঃধলাই মিয়ার ছেলে মোর্শেদ কামাল(৪৬)। জানা যায়, এদিন দুপুরে উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনের পেছনে পরিত্যক্ত স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা সেবনরত অবস্থায় ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর আওতায় প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাত বিন কুতুব জানান, পরিচালিত ভ্রাম্যমান আদালত কে সহযোগীতা করেন জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সদস্যরা। এসময় জব্দকৃত মাদকদ্রব্য ও সেবনের উপকরণ ধ্বংস করা হয়েছে। মাদক নির্মূলে এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আরও পড়ুন …