মাধবপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার কফিনে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের মৃত আমির হোসেনের পুত্র বীর মুক্তিযোদ্ধা মোতাববর হোসেনের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যু কালের তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে দিকে বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
এর আগে মাধবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা মোতাববর হোসেনের কফিনের পুষ্পমাল্য অর্পণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা,কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মুহাম্মদ সহ পুলিশের একটি চৌকস দল। এসময় উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগসহ স্থানীয় ব্যক্তিবর্গ। মুক্তিযোদ্ধা মোতাবববের হোসেনের জানাজা নামাজ সকাল ১১ টার সময় তুলশীপুরে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।