মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার মাধবপুর বাজার এলাকায় র্যাব-৯ এর একটি সফল অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় আরেকজন অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়।
বুধবার (২২ মে) রাত আনুমানিক ২টার দিকে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রুবেল (২৮), পিতা- মৃত ইনু মিয়া, সাং- হাজিপুর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
পলাতক মাদক কারবারির নাম পারভেজ মিয়া (৩৫), পিতা- মৃত গেদু মিয়া, সাং- ইসলামাবাদ,নোয়াপাড়া, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।
র্যাব-৯ এর সদস্যরা ঘটনাস্থল থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করে এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে মাধবপুর থানায় হস্তান্তর করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,
“র্যাব-৯ এর সহযোগিতায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ নিয়মিতভাবে র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।”
র্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে তারা গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রাখবে।
Subscribe to get the latest posts sent to your email.