ৈনিজস্ব প্রতিবেদক :
মাধবপুরে সাংবাদিকের উপর হামলা করেছে দূর্বৃত্তরা।এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন আহত সাংবাদিক ত্রিপুরারী দেবনাথ তিপু।
অভিযোগ সূত্রে জানা যায় আজ বৃহস্পতিবার(২৯ জুন) বিকাল ৫ টার দিকে মাধবপুর বাজারে ব্যক্তিগত কাজ শেষ করে সাংবাদিক ত্রিপুরারী দেবনাথ তিপু উপজেলা প্রেসক্লাবে যাচ্ছিলেন।থানা রোডে দোকানের কাছে পৌঁছা মাত্র সেখানে আগে থেকেই অবস্থানরত মহিদুল ইসলাম নামের এক সাবেক ছাত্র লীগ নেতা ফারুক মিয়া ও মুর্শেদ মিয়া নামের ২ ছাত্রদল কর্মী অতর্কিতে তিপুর উপর হামলা চালায়।তারা তাকে বেধড়ক মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।পথচারীরা এগিয়ে এসে সাংবাদিক তিপুকে রক্ষা করে বলে জানা গেছে।এসময় দূর্বৃত্তরা এ নিয়ে বাড়াবাড়ি করলে সাংবাদিক তিপুকে প্রাণে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।সাংবাদিক তিপু মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
এ ব্যাপারে সাংবাদিক ত্রিপুরারী দেবনাথ তিপু মাধবপুর থানায় উল্লেখিত ব্যক্তিদের নামে লিখিত অভিযোগ দিয়েছেন।মাধবপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান,অভিযোগটি যথাযথ গুরুত্ব সহকারে দেখা হবে।
Subscribe to get the latest posts sent to your email.