মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা প্রেস ক্লাবের অন্যতম সদস্য সিনিয়র সাংবাদিক ও দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি জালাল উদ্দিন লস্কর এর আম্মা শরীফা খাতুন ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫।
বৃহস্পতিবার ভোর রাতে তার পিত্রালয় বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাওঁ গ্রামে চৌধুরী বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার বাদ জোহর বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাওঁ শাহী গাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুম শরীফা খাতুনের শেষ ইচ্ছা অনুযায়ী সাতগাওঁ গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক,মাধবপুর উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।