ক্রাইমসিন নিউজ ডেক্স :
হবিগঞ্জ মাধবপুরে সার্কেল অফিস ও মাধবপুর থানা বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি। সোমবার (৩০ অক্টোবর) পুলিশ সুপার মাধবপুর থানায় পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জ।
আরও পড়ুন . অ্যাডভোকেট মো: রাসেদ উদ্দিন ! আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে নৌকার মাঝি হতে চান
এ সময় পুলিশ সুপারকে মাধবপুর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। সালাম ও অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার মাধবপুর সার্কেল অফিস ও মাধবপুর থানার বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিষ্টার খতিয়ে দেখেন।
পরিদর্শনের সময় পুলিশ সুপার মাধবপুর সার্কেল অফিস ও মাধবপুর থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি মাধবপুর থানা এলাকায় বৃক্ষরোপন অভিযানে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন ... নন্দীগ্রামে কৃষি সহায়তার নামে টাকা নেয়ার অভিযোগ
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জ, মোঃ রাকিবুল ইসলাম খান, অফিসার ইনচার্জ, মাধবপুর থানা, হবিগঞ্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত), মাধবপুর থানা, মাধবপুর থানাধীন তদন্ত ও ফাড়িঁর ইনচার্জগণ সহ মাধবপুর থানায় কর্মরত অফিসার ও ফোর্সগণ।