নিজস্ব প্রতিবেদক ;
হবিগঞ্জের মাধবপুর উপজেলার দূর্গাপুরে স্কুলছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে মাধবপুর থানা পুলিশ দুই সন্তানের জনক নরবিন্দু সরকার(৩০) নামের এক বখাটে কে আটক করেছে।নরবিন্দু সরকার দূর্গাপুর গ্রামের শ্রীকান্ত সরকারের ছেলে।অভিযোগ সূত্রে জানা যায়,দুর্গাপুর গ্রামের শ্রীকৃষ্ণ সরকারের মেয়ে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চবিদ্যালয়ের দশম ওই ছাত্রীকে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা নরবিন্দু সরকার স্কুলে আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল।সাড়া না পেয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে বিয়ে করার হুমকির দেয় এই বখাটে।হুমকির মুখে ১৫/০৫/২০২৩ইং তারিখে ওই ছাত্রীর নিজ বিদ্যালয়ে লিখিত ভাবে অভিযোগ দেন ছাত্রীর বড় ভাই জন্টু সরকার।তাতে কোন কাজ হয়নি। সম্প্রতি ওই ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।বিষয়টি জানাজানি হলে স্থাণীয় ওয়ার্ড মেম্বার নরোত্তম সরকার স্থাণীয় গণ্যমান্য লোকজন নিয়ে সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করেও বিবাদীর অনড় মনোভাবের কারনে ব্যর্থ হন।
৫ জুন বিবাদী নরবিন্দু জোরপূর্বক শ্রীকৃষ্ণ সরকারের বাড়িতে প্রবেশ করে ওই ছাত্রীকে তার সাথে বিয়ে দেওয়ার জন্য পীড়াপীড়ি শুরু করে।অন্যথায় ১০ দিনের মধ্যে ওই ছাত্রীকে উঠিয়ে নিয়ে বিয়ে করার হুমকি দিলে নিরুপায় হয়ে ওই ছাত্রীর ভাই জন্টু সরকার মঙ্গলবার(৬ জুন) মাধবপুর থানায় বোনকে উত্যক্ত করার অভিযোগ দিলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুর্গাপুর গ্রামের নিজ বাড়ি থেকে নরবিন্দু সরকারকে আটক করে বুধবার আদালতে সোপর্দ করে।
মাধবপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, অভিযোগের প্রেক্ষিতে আসামীকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Subscribe to get the latest posts sent to your email.