সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে স্টার সিরামিকসের কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় আড়াই ঘন্টার চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে প্রতিষ্ঠানটির প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার ১৭ ডিসেম্বর সকাল পৌনে ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক খন্দকার সানাউল হক জানান, সকাল পৌনে ৯টার দিকে আগুনের খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে আগুনের পরিমাণ বেশি থাকায় পরে মাধবপুর ও শায়েস্তাগঞ্জ থেকে আরো চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। ৫টি ইউনিটের প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
স্টার সিরামিকসের সেপ্টি এন্ড সিকিউরিটি ইনচার্জ মনিরুজ্জামান জানান, যেখানে আগুন লেগেছে সেটি মুলত কেমিক্যাল গোডাউন। প্রথমে আমরা নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। তবে কেমিক্যাল থাকায় নিমেষেই আগুন ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
তিনি বলেন, ‘বর্তমানে এর ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। ঢাকা থেকে আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা এসে ক্ষয়ক্ষতি নির্ধারণ করবেন। তবে কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে।’