ক্রাইমসিন ডেস্ক :
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সোরাবই গ্রামের রনি গাজীর ছেলে আল আমিন (৩৫) কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টায় খবর পান যে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া বাজার(বুড্ডা) বাজার মোড়ে গাঁজা নিয়ে এক লোক অবস্থান করছে। খবর পেয়ে মাধবপুর থানার কাসিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই উজ্জ্বল মোল্লার নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ৫ প্যাকেট(পুটলা) গাঁজা উদ্ধার করে।
আল আমিন এর কাছে পাওয়া এসব প্যাকেটের প্রতিটিতে ২ কেজি করে মোট ১০ গাঁজা পাওয়া যায়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রাকিবুল ইসলাম খান আটকের সত্যতা নিশ্চিত করেন। আটকৃতের বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন …