মাধবপুরে ১৮ কেজি গাজাঁসহ গ্রেপ্তার-১
মাধবপুর প্রতিনিধিঃ-
মাধবপুর থানা পুলিশ ১৮ কেজি গাজাঁসহ আল আমিন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে । আল আমিন ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের আবু তাহেরের ছেলে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাত সাড়ে ১০ টায় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক দ্বীন মোহাম্মদ এর নেতৃত্বে পুলিশ বহরা ইউনিয়নের নুশরা জেনারেল হাসপাতালের সামনের রাস্তা থেকে টমটমের গতিরোধ করে টমটম তাল্লাশি করে সিটের নিচ থেকে ১৮ কেজি গাজাঁসহ আল আমিনকে গ্রেপ্তার করে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এর সত্যতা নিশ্চিত করে বলেন, মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাধবপুর উপজেলাকে মাদক মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।
Subscribe to get the latest posts sent to your email.