হবিগঞ্জের মাধবপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাধবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড পশ্চিম এলাকা েথেকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আজ ১ জুন বৃহস্পতিবার মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, হবিগঞ্জ এর সহকারী পরিচালক সাজেদুল হাসানের নেতৃত্বে গঠিত রেইডিং টিম মাধবপুর থানাধীন মাধবপুর পৌরসভার ০৩ নং ওয়ার্ডের অন্তর্গত পশ্চিম মাধবপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ২০০০(দুই হাজার) পিস এবং মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ ০৪ লক্ষ ২৬ হাজার টাকা উদ্ধার ও জব্দ করেন।
আটককৃত মাদক ব্যবসায়ীর পৌরসভার ৩নং ওয়ার্ডে নাম মোঃ আলী আকবর (৬১), পিতা- মৃত মোঃ দেলোয়ার আলীর ছেলে।
এ বিষয়ে সহকারী পরিচালক জনাব সাজেদুল হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইলে মাধবপুর থানায় ০১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Subscribe to get the latest posts sent to your email.