নিউজ ডেক্স :
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের অভিযানে ৪৮ বোতল বিদেশি মদসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর এলাকার আশরাফ উদ্দিনের ছেলে রফিক মিয়া(৩৫) একই ইউনিয়নের জয়নগর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে শাহিন মিয়া (২৫)।
পুলিশ সুত্র জানা যায়, সোমবার (৮ জানুয়ারি) ভোর রাতে ঘটিকায় মাধবপুর থানাধীন কাশিমনগর ফাঁড়ির এসআই ফজলুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ধর্মঘর ইউনিয়ন কালিকাপুর রফিক মিয়ার ঘর থেকে ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহিন মিয়া পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে।
পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে পাশ্ববর্তী দেশ ভারতের সীমান্ত পেরিয়ে মদের বোতল চোরাইপথে নিয়ে আসা হয়েছিল বলে ধারণা করছে।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম খান জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামীদের আগামীকাল মঙ্গলবার ৯ জানুয়ারি পুলিশ হেফাজতে আদালত সোপর্দ করা হয়েছে।