মাধবপুর উপজেলা প্রতিনিধি :
সদ্য বিলুপ্ত মাধবপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান সর্বস্থরের জনসাধারণের প্রতি কৃতঞ্জতা জানিয়ে বলেন আমাকে মাধবপুর বাসী ৪ বার বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি নির্বাচিত প্রতিনিধি হিসাবে জনসাধারণের কতটুকু আশা-আকাংখা কতটুকু পূরন করতে পেরেছি তা জানি না তবে চেষ্টা করেছি সবাই যেন সুখে-শান্তিতে এবং নিরাপদে থাকে এ লক্ষে কাজ করতে। দীর্ঘদিন দ্বায়িত্ব পালনে সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য, শিক্ষক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্থরের জনসাধারন আমাকে সহযোগিতা প্রদান করেছেন। এবারও আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন কিন্তু ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ফলে ফ্যাসিষ্ট সরকারের প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়। দেশের একমাত্র নোবেল বিজয়ী ড. মোহাম্দ ইউনুছ সাহেব’র নেতৃত্বাধীন অন্তবর্তীকালিন সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, গণতন্ত্র উত্তরণ ও রাষ্ট্রিয় সংস্কার কাজে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সকলের উচিৎ সরকারকে সার্বিক সহযোগিতার মাধ্যমে দেশের আইন-শৃংখলা স্বাভাবিক রাখা। পরিশেষে আমি সকলের কাছে দোয়া চাই এবং আমিও দোয়া করি সবাই যেন সুখে-শান্তিতে বসবাস করতে পারে।