দৈনিক ক্রাইমসিন নিউজ ডেক্স :
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সাথে ০২টি সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।মাধবপুর উপজেলার ভবানিপুর গ্রামের মা জলি ভট্টাচার্য, (২১),পিতা- মিহির ভট্টাচার্য তাহাদের একটি কন্যা সন্তান সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম লাভ করে।
আরেকটি বিজয়নগর গ্রামের বিবাড়ীয়া জেলার মা-সোমা আক্তার বর্ষা, পিতা-রফিকুল ইসলাম তাহাদের একটি কন্যা সন্তান জন্মলাভ করে। রোগির আত্নীয় স্বজন ও সংশ্লিষ্ট ডাক্তারের সাথে কথা জানা যায় উভয় পরিবারের মা ও মেয়ে সুস্থ আছেন।
ডা: এএইচ এম ইশতিয়াক মামুন এর তত্বাবধানে সিজারের দায়িত্বে ছিলেন
গাইনী সার্জন হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ নুসরাত জাহান খান, অনেস্থেশিয়লজিস্ট হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া) ডাঃ সুদীপ চৌধুরী, সহকারী সার্জন হিসাবে দায়িত্বে ছিলেন ডাঃ রোকসানা পারভিন, জনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ রাজিব চক্রবর্তী,আবাসিক মেডিকেল অফিসার দায়িত্বে ডাঃ আবুল হাসনাত,ওটি ইনচার্জ ফাতেমা আক্তার, সিনিয়র স্টাফ নার্স ও নাসিমা আক্তার, আম্বিয়া বেগম, সোমা খাতুন ও স্টাফ বৃন্দ।