স্টাফ রিপোর্টার :
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ওয়ার্ড কমিটি পূর্ন গঠনের লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্টিত হয়েছে। ওয়ার্ড বিএনপির সভাপতি হিরা মিয়া মাষ্টারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খাঁন, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিত, সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান মাসুক, সহসভাপতি সুরঞ্জন পাল, যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান খাঁন, যুগ্ম সাধারন সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাজী ফিরোজ মিয়া, অর্থ সম্পাদক আব্দুর রহিম দুলাল, বিএনপি নেতা তাহের মিয়া, প্রবীর দাস, রাখেশ দাস, জুয়েল মিয়া, হারুন অর রশিদ প্রমুখ। বক্তাগণ- বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি মানুষের সঙ্গে আস্তা ও ভালবাসার বন্ধন সৃষ্টি করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।