মাধবপুর ((হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর বাজারের সাংবাদিক আলমগীর কবিরের দোকানসহ দুইটি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে নাসিরনগর রোডে ফজলুর রহমান ষ্টোর ও মোদকপট্টি মেসার্স সুভাস রায় ষ্টোরে চুরির ঘটনা ঘটে।
সাংবাদিক আলমগীর কবির জানান,তাদের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স ফজলুর রহমান ষ্টোর বন্ধ করে রাত সাড়ে ১১টার দিকে বাড়ি চলে যায়। বুধবার সকালে দোকান খুলতে গিয়ে দেখা যায় সার্টার খোলা।মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। ক্যাশবাক্স খোলা। এতে ৪ লাখ ৭০ হাজার টাকা ও বিভিন্ন ব্র্যান্ডের অনুমান ৫লাখ টাকার সিগারেট নিয়ে যায়। রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর কোন এক সময় চোরেরা সাটার খুলে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়।
একইদিন মোদকপট্টির মেসার্স সুভাস রায় ষ্টোরে চুরি সংঘটিত হয়। বাজারে পাহারাদার থাকা স্বত্বেও এই চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক দেখা দিয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান (পিপিএম) জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।সিসি ফুটেজের ভিডিও সংগ্রহ করা হয়েছে। চোর সনাক্ত ও মালামাল উদ্ধারে চেষ্টা চলছে।
এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাজারের চার নৈশ প্রহরীকে থানা আনা হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।
Subscribe to get the latest posts sent to your email.