মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে চাইনিজ কুড়াল সহ দুই ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী।
রবিবার (৪ মে) রাত সাড়ে ১২ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে একটি টহল দল উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবককে আটক করেন।
আরওপড়ুন …ভিডিও ও ফটোগ্রাফার এসোসিয়েশনের নির্বাচন কমিশন এর সদস্য মনোনীত হলেন এনামুল হক আলম
ধৃত ব্যাক্তিরা হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিব জয় নগর গ্রামের চান্দু মিয়ার পুত্র জাহাঙ্গীর মিয়া (২৩) ও হরিতলা গ্রামের শফিক মিয়ার পুত্র শিমুল মিয়া (১৯)।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাধবপুর থানায় ডাকাতি ও হত্যাচেষ্টা মামলা মামলা আছে।
Subscribe to get the latest posts sent to your email.