এনামুল হক আলম :
এতিম অন্ধ ও প্রতিবন্ধী মানুষদের নিয়ে মোঃ মাসুদ ফাউন্ডেশন এর উৎসব মুখর ব্যতিক্রমী আয়োজন,মেমানদারী
অদ্য ১৮ জুলাই রোজ মঙ্গলবার কাউন্সিলর মোঃ মাসুদ এর নিজ বাসভবনে এই অনুস্টান সুরু হয়।
১০০০ মানুষের খাবারের মেনুতে ছিল সাদা ভাত, রুস্ট গোরুর মাংস,খাসি দিয়ে ডাল,ও কাস্টার। ঘড়ির কাঁটায় যখন দুপুর ১ টা বাজে, তখনী শুরু হয় মানুষের ডল,ধীরে ধীরে আসতে থাকে ৯ নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকার অসহায় মানুষ, বিশাল প্যান্ডেল বেধে শুরু হয় মেমানদারী।
সকল কার্যক্রম পরিচালনা করেন মোঃ মাসুদ ফাউন্ডেশন এর সকল নেতৃবৃন্দ, কিছু সময়ের জন্য হলে ও এলাকাবাসী ছিল আনন্দে মুখরিত, সব শ্রেনী পেশার মানুষকে নিয়ে,শুরু হয় মেমানদারী বিশেষ করে প্রতিবন্ধী,এতিম বাচ্ছাদের পাদান্য ছিল বেশি।
সরজমিনে গেলে এলাকাবাসী জানান কাউন্সিলর মোঃ মাসুদ একজন সৌখিন মানুষ,বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে,এলাকাবাসীকে নিয়ে এমন খাবারের আয়োজন করে থাকেন।
তারা আর ও জানায় বিগত বন্যায় ও মহামারী করুণা কালীন সময়ে,সবার ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন মোঃ মাসুদ।কাউন্সিলর মোঃ মাসুদ বলেন,যারা সমাজে অবহেলিত,প্রতিবন্ধী,এতিম,অন্ধ ও অসহায় তাদের জন্য আমার এই মেমানদারী।
উত্ত অনুস্টানে উপস্থিত ছিলেন। মৌলভীবাজার জেলা কৃষক লীগের সভাপতি জমসেদ মিয়া, নাট্যকার খালেদ চৌধুরী। কাউন্সিলর ফয়সল আহমদ।মহিলা,তুফায়েল আহমদ তুয়েল,লন্ডন প্রবাসী জাহাঙ্গীর হোসাইন। মোঃ মাসুদ ফাউন্ডেশন এর সভাপতি নজরুল ইসলাম সেলিম মেম্বার।লিটন মেম্বার লন্ডন প্রবাসী তরাজ মিয়া, সহ প্রমুখ
আরও পড়ুন ….