ক্রাইমসিন নিউজ ডেক্স :
হবিগঞ্জের মাধবপুরে সাজানো মিথ্যা মামলায় এক গুরুতর অসুস্থ ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এর আটকের ঘটনায় এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে।
জানাযায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুরা গ্রামের একটি হত্যা মামলাকে ধামাচাপা দিতে প্রতিপক্ষ কয়েকটি সাজানো মিথ্যা মামলা করে হত্যার শিকার ব্যাক্তির আত্মীয় স্বজনের বিরুদ্ধে। এমনই একটি মামলায় আসামি করা হয় জগদীশপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি এবং জগদীশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আরজু মিয়া (৭৪) কে পাঁচ নাম্বার আসামি করা হয়।
এই মামলায় মঙ্গলবার (১৬ এপ্রিল) তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে, আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য কয়েস আহমেদ সালমান বলেন, হার্টের সমস্যার কারণে কিছুদিন আগে আরজু মিয়ার ওপেন হার্ট সার্জারী করা হয়েছে এবং হার্টের বাল্ব লাগানো হয়েছে। এছাড়াও বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে আক্রান্ত তিনি। এমন একজন মানুষকে এভাবে আটক করাটা খুবই দুঃখজনক। আমরা আদালতের কাছে ন্যায়বিচার আশা করছি।
জগদীশপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা আক্তার শেলী বলেন, উনি বারবার নির্বাচিত সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ। তার বিরুদ্ধে এমন মামলা ও এই মামলায় আটকের ঘটনা খুবই দুঃখজনক। আশাকরি আদালত ন্যায়বিচার করবে।
৪ নং ওয়ার্ডের সদস্য মো:বেনু মিয়া বলেন, আরজু মিয়া পরপর আট বারের নির্বাচিত ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একটি হত্যা মামলাকে ধামাচাপা দিতে প্রতিপক্ষ উনি সহ এলাকার লোকজনের বিরুদ্ধে কয়েকটি বানোয়াট মিথ্যা মামলা করেছে। উনার মতো একজন সন্মানিত ব্যক্তিক গরু চুরির মামলায় আটকের ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা আদালতের কাছে ন্যায়বিচার চাই।