মোঃ সাগর আলী জেলা প্রতিনিধি :
রৌমারী-ঢাকা মহাসড়কে অজ্ঞাত বাসের সাথে একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাচ্চু মিয়া (৫৫) নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার বিকাল ৩ টার সময় রৌমারী-ঢাকা মহাসড়কে দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর সরকার পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত বাচ্চু মিয়া বকশীগঞ্জ উপজেলার সূর্য নগর পুর্বপাড়া এলাকার মৃত আলী আহাম্মেদের ছেলে।
আরও পড়ুন ….
প্রত্যক্ষদর্শীরা জানান, বাচ্চু মিয়া রাজিব পুর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। অপরদিক থেকে আসা দ্রুতগামী অজ্ঞাত বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাচ্চু মিয়ার ছিটকে যায়
স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পাঠিয়ে দেয়। বকশীগঞ্জ থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহ যাওয়ার পথে শ্রীবর্দী উপজেলার ফুলকার এম্বুলেন্সে মৃত্যু হয়।
Subscribe to get the latest posts sent to your email.