মোঃ মেহেদী হাসান মুন্না রাজশাহী:
অস্থিতিশীল পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাজশাহীতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা টানানো না থাকায় তিন দোকানীকে জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে নগরীর সাহেববাজার মাস্টারপাড়া কাঁচাবাজারে এই অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী।
তিনি জানান, তিনটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে তিনজন দোকানীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। বর্তমান বাজারে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি এবং পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন ভোক্তা অধিকার কর্মকর্তা।
আগের দিন রোববার রাজশাহীতে দেশী পুরনো পেঁয়াজ ২০০ টাকা ও নতুন পেঁয়াজ ১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এক দিনের ব্যবধানে দাম ৫০ টাকা করে কমেছে। এর আগে গত শনিবারের তুলনায় রোববার ৫০ টাকা বেশি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়।