মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের আয়োজনে আমঝুপি ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত।
জাহারুল ইসলাম জীবন- বিশেষ প্রতিনিধি,আমঝুপী মেহেরপুর থেকে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আয়োজনে আমঝূপী ইউনিয়ন জামায়াতে ইসলামী কর্মী শাখার সম্মেলন আজ বৈকাল ৪ ঘটিকায় আমঝূপী সরকারি বালক প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার সম্মানীত আমির মাওঃ তাজউদ্দীন খাঁন, বিশেষ অতিথি মাওঃ মোঃ সোহেল রানা, আজকের এই কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন মোঃ আলমগীর কবির,সহ উপস্থিত ছিলেন আমঝূপী ইউনিয়ের সর্বস্তরের জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। আগত জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার সম্মানিত আমির,সাধারণ সম্পাদক সহ আয়োজিত কর্মী সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত সকল কর্মী ও সাধারণ জনগণের সম্মুখে একে একে আগত অতিথিবৃন্দ ও স্থানীয় ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ নিজো নিজো বক্তব্যে বিগত আওয়ামী লীগ ফ্যাসিবাদী ফ্যাসিবাদ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল নেতা কর্মীগণের উপর অসহ্যতার অসণীয় মাত্রায় সীমাহীন জুলুম,নির্যাতন,মিথ্যা মামলা,গুম,খুন সহ বিচারের নামে প্রহসন মূলক প্রশাসনের মাধ্যমে নির্বিচারে কথিত ক্রসফায়ারের মিথ্যা নাটক সাঁজিয়ে বিচারবহির্ভূত অন্যায় হত্যা কান্ড,জেল হাজত সহ নানামূর্খী নির্যাতনের কথা তুলে ধরেন। পাশাপাশি দেশের উন্নয়নের নামে বহিঃর্বিশ্বের বিভিন্ন প্রভুদের খুঁশির রাখিবার জন্য দেশের স্বার্থ বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড ও ব্যাপক দুর্নীতি ও লুটপাটের রাজনীতি সহকারে এককেন্দ্রিক রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করিয়া বাংলাদেশকে অস্থিতিশীল ও অর্থহীন মেরুদন্ডে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করিয়া গিয়াছেন এবং বর্তমানে ভিনদেশে অবস্থান করিয়া দেশকে ও দেশের মানুষকে ব্যাপক অরজগতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভূলন্ঠিত করিবার নীল নকশা ও চক্রান্ত করছেন বলে উপস্থিত বক্তৃতায় সকলে জোরালোভাবে উল্লেখ করেন।পাশাপাশি বর্তমান বাংলাদেশের চরম কান্তি লগ্নে রাজনৈতিক অস্থিরতা ও অরাজকতা সৃষ্টি করিয়া এই বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করিবার জন্য দেশি-বিদেশি চক্রান্তের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করিবার জন্য নানামুখী পায়তারা করিতেছেন এবং বাংলাদেশকে বর্তমান চরম ক্রাইসিস ফেলে দিয়েছেন বলে বক্তব্যে উল্লেখ করেন। এই সকল চক্রান্তকারীদের নানামুখী চক্রান্ত ও গভীর ষড়যন্ত্র নস্যাৎ করিবার জন্য সকলকে সজাগ থাকিতে উদার্থক আহ্বান জানান,পাশাপাশি নিজ দলীয় জামাতে ইসলামী বাংলাদেশের সকল স্তরের নেতাকর্মীগনকে কঠোর অবস্থায় সতর্ক থাকার আহ্বান জানান। বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলামী শাসন ব্যবস্থার সরকার কায়েমের জন্য আল্লাহ ও রাসুলে পাক (সঃ) এর নির্দেশিত রেখে যাওয়া পবিত্র আল-কোরআন ও আল-হাদিসের আলোকবর্তিকার ছায়াতলে থাকিয়া ইসলামের আদর্শের দীক্ষায় জীবন গঠনের জন্য সকলেরপতি আহ্বান জানান। অনুষ্ঠানের শেষার্ধে এসে উপস্থিত সকল নেতা ও নেতৃবৃন্দ এবং কর্মীগনকে বিদায়ী বক্তব্য সহকারে সদ্য প্রয়াত জেলা আমির আলহাজ্ব মাওলানা ছমিরুদ্দিন সাহেবের বিদায়ী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় উপস্থিত মোনাজাতের মাধ্যমে আমঝূপী ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সহায়ক সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হয়।