এনামুল হক আলম মৌলভীবাজার :
মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে মারা গেছে দুই যমজ শিশু। নিহত দুই শিশু কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ গ্রামের দুবাই প্রবাসী বাচ্চু মিয়ার সন্তান। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত যমজ শিশুর চাচা বাদশা মিয়া জানায়, সম্প্রতি বাচ্চু মিয়া দেশে এসছেন। রবিবার (২১ জানুয়ারি) ভোরে তিনি ঘুম থেকে উঠে স্ত্রী ও সন্তানদের ঘরে দেখতে না পেয়ে বাইরে আসেন।
আরও পড়ুন ……
খুজাখুজির এক পর্যায়ে দেখতে পান ৪ বছর বয়সী দুই শিশু রাদিয়ান আহমদ ও রাইয়ান আহমদ বাড়ির পুকুরের পানিতে ভাসছে। দ্রুত তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।
বাচ্চু মিয়ার স্ত্রী রিমা বেগম মানসিকভারসাম্যহীন। শিশু দুটিকে খেয়াল করতে না পারায় পানিতে ডুবে মারা যায় দাবি পরিবারের
তবে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বলছেন, শিশু দুটির মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে। মানসিকভারসাম্যহীন রিমা বেগম পুকুরে ফেলে দিয়েছেন কি না তা খতিয়ে দেখা
Subscribe to get the latest posts sent to your email.