ক্রাইমসিন ডেস্কঃ
মৌলভীবাজারের কুলাউড়ার ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হিল সাইড’। কুলাউড়ার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামের দুর্গম পাহাড়ে জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার রাত ৮টা থেকে একটি বাড়ি ঘিরে রাখে পুলিশ।;
পরে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) আসার পর ভোররাত থেকে অভিযান শুরু হয়। এ অভিযানে অন্তত ১৩ জনকে আটক করার খবর পাওয়া গেছে।;
অভিযান এখনও চলছে। অভিযান শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।;
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে- কুলাউড়ায় আস্তানা তৈরি করা ‘জঙ্গিরা’ ‘ইমাম মাহদির কাফেলা’ নামক সংগঠনের সদস্য। বাংলাদেশে সংগঠনটি নতুন কার্যক্রম শুরু করেছে।;
বিভিন্ন সূত্রে জানা গেছে- এ পর্যন্ত ৩ জন শিশু, ৬ জন পুরুষ ও ৪ জন নারী- এই মোট ১৩ জন আটক করা হয়েছে। তবে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানাবে পুলিশ।;
আরও পড়ুন …
Subscribe to get the latest posts sent to your email.