ক্রাইমসিন ডেস্ক:
মৌলভীবাজার সদর উপজেলার উপজেলা থেকে তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে স্থানীয়রা । শনিবার (১৩ মে) দুপুরে ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গারা হলেন,হাশিমা (১৮), পিতা- মৃত নুর আলম, ঠিকানা- সবুল্লাকাটা ক্যাম্প, ব্লক- বি-৫, ক্যাম্প, সাজিদা (১৭), পিতা- সিরাজুল ইসলাম, ঠিকানা- উঞ্চিপ্রা ক্যাম্প, ব্লক- এ-৫, মুজিবুর রহমান (১৭), পিতা- আবুল হাশিম,
ঠিকানা- বালুখালী ক্যাম্প, ব্লক- এ-২, ক্যাম্প নং-৯, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার। মৌলভীবাজার মডেল থানার ওসি তদন্ত মো: মশিউর রহমান জানান, রোহিঙ্গা সদস্যরা গত-১২ মে সকাল ৭ টার মধ্যে কৌশলে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে
কুলাউড়া থানাধীন চাতলাপুর সীমান্তে ভারতে প্রবেশের উদ্দেশ্যে যাত্রীবাহী বাস যোগে ১৩ মে মৌলভীবাজারে ঢাকা বাস স্ট্যান্ডে আসে। পরবর্তীতে তারা মৌলভীবাজার ঢাকা বাস স্ট্যান্ড হতে চাতলাপুর সীমান্তে যাওয়ার পথে
স্থানীয় জনগন অত্র থানাধীন শ্যামেরকোনা বাজারে আটক করে থানায় সংবাদ দিলে কিলো-১ ডিউটিতে নিয়োজিত এসআই/মোঃ সাইফুল ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় থানায় নিয়ে আসে। আটককৃত রোহিঙ্গাদের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।