মোঃ রনি মিয়া মৌলভীবাজার সদর প্রতিনিধি
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ১৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করা হয়েছে।
গতকাল ২৪ নভেম্বর সন্ধ্যায় কুলাউড়া থানার বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ৩১ পিস ইয়াবাসহ ১। গোপাল মালহা (৩২) ও ২। জসিম মিয়া(৩৩) নামে দুইজনকে আটক হয়।
কুলাউড়া থানার এসআই অপু দাশগুপ্ত সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানাধীন ৫ নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম গুড়াভুই এলাকার অজয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে দোকানের সামনে অভিযান পরিচালনা করে দুজনকে আটক করেন।
আটককৃত দুজনকে তল্লাশিকালে তাদের হেফাজত থেকে ১ কেজি গাঁজা ও ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া গত ২৩ নভেম্বর রাতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৬৫ পিস ইয়াবাসহ টিপু মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানাধীন কনকপুর ইউনিয়নের দামিয়া এলাকার একটি নির্মাণাধীন বিল্ডিং এর ভেতর থেকে টিপু মিয়াকে আটক করা হয়।
এসময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরনের শার্টের পকেটে থাকা একটি কালো রঙের পলিথিনের প্যাকেটের ভেতর থেকে ১৬৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এসব ঘটনায় কুলাউড়া ও মৌলভীবাজার সদর মডেল থানায় ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।