এনানুল হক আলম মৌলভীবাজার
মৌলভীবাজার সদর থানা এলাকায় ৮ বোতল ফেনসিডিলসহ বিশ্বজিৎ দাশ (৩০) নামে একজনকে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল(২৬ ডিসেম্বর) রাতে সদর থানার এসআই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল রোডের ভিলেজ স্টোর নামক দোকানে অভিযান পরিচালনা করে বিশ্বজিৎ দাশকে আটক করা হয়।
এসময় দোকানের ক্যাশ বাক্সের ভেতর থেকে ০৮ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
আরও পড়ুন …
আটককৃত বিশ্বজিৎ দাশ হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার কাগাপাশা গ্রামের মন্টু দাশের ছেলে। বর্তমানে সে মৌলভীবাজার সদরের কাশীনাথ রোডে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।