এনামুল হক আলম মৌলভীবাজার
০৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে মৌলভীবাজারের ‘মায়েদের ভরসা’ খ্যাত আছিয়া বেগমকে মৌলভীবাজার জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) পক্ষ থেকে সম্মাননা জানানো হয়েছে।
শুক্রবার বিকেলে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মৌলভীবাজার জেলা শাখার সমন্বয়ক এসআই রুমি ইসলাম এবং শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জুনেদ আহমেদ মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটিস্থ সুন্দর মিয়া কমিউনিটি ক্লিনিকে উপস্থিত হয়ে জনাব আছিয়া বেগমের হাতে ফুলের তোড়া এবং শুভেচ্ছা উপহার তুলে দেন।
আছিয়া বেগম মৌলভীবাজার পুনাকের পক্ষ থেকে সম্মাননা ও শুভেচ্ছা উপহার পেয়ে পুনাক ও মৌলভীবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
আরওপড়ুন ….
আছিয়া বেগম মৌলভীবাজার সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী হিসেবে মনুমুখ ইউনিয়নের সাধুহাটি সুন্দর মিয়া কমিউনিটি ক্লিনিকে কর্মরত আছেন।
তিনি ২০১২ সালের ২৮ মে বিশেষ অবদানের জন্য সেরা স্বাস্থ্যকর্মী হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। এখন পর্যন্ত আছিয়া বেগমের হাতে ১৬১৬ জন বাচ্চার জন্ম হয়েছে।