এনামুল হক আলম মৌলভীবাজার জেলা সংবাদদাতাঃ
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে রিপন মিয়া নামক তিন বছরের সাজা চুরি- ডাকাতি সহ ০৩ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে পুলিশ গ্রেফতার করেছে ।;
বুধবার( ২০ জুলাই) দিবাগত রাতে সদর মডেল থানার এসআই রতন কুমার হালদার, এএসআই মাহবুবুল আলম, এএসআই আনোয়ার হোসেন, এএসআই আব্দুল কাদের জিলানি সঙ্গীয় ফোর্সের সহায়তায় মৌলভীবাজার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি রিপন মিয়াকে গ্রেফতার করেন ।;
গ্রেফতারকৃত আসামি রিপন মিয়া জিআর২৮৫/০৯( নবী) মামলায় পেনাল কোডের ৩৯৯ ধারায় ০৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং/- অর্থদণ্ড, অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি । এছাড়াও রিপন মিয়ার বিরুদ্ধে জিআর৩০৫/১২( শ্রীমঙ্গল) ডাকাতি মামলায় এবং জিআর০৬/ ১২( সদর) চুরির মামলায় আরো দুটি গ্রেফতারী পরোয়ানা জারি ছিল ।;
গ্রেফতারকৃত আসামি রিপন মিয়া মৌলভীবাজার সদর থানাধীন আথানগিরি গ্রামের চাঁনমিয়া@ চান্দ আলীর ছেলে ।;
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, গ্রেফতারকৃত রিপন মিয়া মৌলভীবাজারের কুখ্যাত ডাকাত । ডাকাতি মামলায় ০৩ বছরের সাজা ছাড়াও তার বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে ।;
আরও পড়ুন ….