এনামুল হক আলম মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে খুনের মামলাসহ বিভিন্ন মামলার পলাতক ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
১৭ জুন ভোরে কুলাউড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান পুলিশ তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায় ১৭ জুন ভোরে পুলিশ অভিযান চালিয়ে কুলাউড়া থানাধীন আসকরাবাদ ফুটবল খেলার মাঠ হতে কুলাউড়া থানার খুন মামলা (নং-১৯, তারিখ: ১৭/০৪/২০২৩ খ্রি, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড) ‘র পলাতক আসামী কেওয়ালাসা সুয়েল, পিতা-জরলী খংলা, সাং-এওলাছড়া পুঞ্জি, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করে।
অপর এক অভিযানে ভিন্ন ভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ১। মোঃ আবুল মিয়া, পিতা-মৃত নুর মিয়া, সাং-খুমিয়া, ২। মোঃ ছাতির আলী, পিতা-মোঃ আকলিছ আলী, সাং-পূর্ব ফটিগুলি, ৩। জলাল মিয়া, পিতা-ইন্তাজ আলী, সাং-পূর্ব টাট্টিউলী, ৪। কাশেম মিয়া, পিতা-মৃত আলী আকবর, নন্দনগর টিকরা, ৫। আনই মিয়া, পিতা-মৃত মিছির মিয়া, সাং-খাদিমপাড়া, ৬। রেনু মিয়া, পিতা-মৃত মিছির মিয়া, সাং-খাদিমপাড়া, ৭। আজহার ইসলাম অপু, পিতা-রুস্তম আলী, সাং-গিয়াসনগর, সর্ব থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারদের গ্রেফতার করেন।
ওসি আব্দুস ছালেক সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক আসামিদের গ্রেফতার করে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।