মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল
এনামুল হক আলম মৌলভীবাজার
মৌলভীবাজার জেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক মো.ফয়জুল করিম ময়ূনসহ আহবায়ক কমিটির সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল মৌলভীবাজার।
বুধবার ৬ নভেম্বর বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদের নেতৃত্বে শহরের শাহ-মোস্তফা সড়ক থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমহনা পয়েন্টে এসে শেষ হয়। আনন্দ মিছিলে আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন নেতারা।
অপরদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের নেতৃত্বে রাতে আরেকটি আনন্দ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এস আর প্লাজার সামনে এক সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।