নিজেস্ব প্রতিবেদক:
প্রতিবছরের ন্যায় এবছরও মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দানে ৩টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬.৩০ টায়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭.৩০ টায়। তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮.৩০ টায়।
যারা ইমামতি করবেন
প্রথম জামাতে ইমামতি করবেন জেলা জামে মসজিদের (কোর্ট মসজিদ) পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা শামসুল ইসলাম। সানি ইমাম হিসেবে থাকবেন দর্জির মহল জামে মসজিদের ইমাম মাওলানা হাম্মাদ বিল্লাহ।
দ্বিতীয় জামাতে ইমামতি করবেন পশ্চিমবাজার জামে মসজিদের খতিব মাওলানা মুহিবুর রহমান। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন উত্তর কলিমাবাদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মো. মকবুল হোসাইন খান।
তৃতীয় জামাতে ইমামতি করবেন পূর্ব ধরকাপন জামে মসজিদের খতিব মুফতি মাওলানা হিফজুর রহমান ফুয়াদ।
সানী ইমাম হিসাবে সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন পশ্চিম ধরকাপন জামে মসজিদের (মসজিদে আয়শা) খতিব মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।
আরও পড়ুন…
আজ আরাফাতের ময়দান লাব্বাইক ধ্বনিতে মুখর হবে