এনামুল হক আলম মৌলভীবাজার :
মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই বাজারে দুই গ্রামের সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন।
গুলিবিদ্ধ হয়েছেন ২জন। শনিবার সন্ধ্যায় এঘটনা ঘটে। আহতরা হলেন গোরারাই গ্রামের আফজল মিয়া’র ছেলে জমির, তোতা মিয়া’র ছেলে হাবিবুর রহমান এবং হলিমপুরের ফজলু, মুফাচ্ছির ও জগলু সহ প্রায় ২০জন।
স্থানীয়রা জানান হলিমপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে মছনু মিয়া ও তার ছোট ভাই রিপন মিয়ার মধ্যে সম্পাদ নিয়ে দীর্ঘদিন যাবৎ ঝামেলা চলছে। এ থেকেই সংঘর্ষের সূত্রপাত।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
আরওপড়ুন …
জানা যায় স্থানীয় এক ব্যক্তি প্রকাশ্যে গুলি করে দুই জনকে গুরুত্বর আহতের খবর পাওয়া গেছে। পরবর্তীতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ গোরারাই বাজার বন্ধ করে দিয়েছেন। বর্তমানে উভয় গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ধারনা করছেন যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ হতে পারে।
Subscribe to get the latest posts sent to your email.