এনামুল হক আলম মৌলভীবাজার
অদ্য ১৭/০৬/২০২৩ খ্রিঃ তারিখ
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হারুনূর রশিদ চৌধুরীর নির্দেশনায়
এসআই রতন কুমারের নেতৃত্ব সঙ্গীয়এসআই/ সৈয়দ বশির আহম্মদ,এসআই/আবু নাইয়ূম, এএসআই / মাহবুবুল আলম, কং/ প্রার্থ এবং কং/কামাল হোসেনদের সহায়তায় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া সিআর মামলার সাজা গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী আলাউদ্দিন আলী, পিতা – লায়েকআলী,
সাং- দরগা মহল্লা, জিআর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী লিটন মিয়া, পিতা- মহু মিয়া, সাং- কাগাবালা এবং জিআর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী রমজান মিয়া, পিতা- খাতুন মিয়া, সাং- বেকামুরাদেরকে নিজ নিজ বসত বাড়ী হইতে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।