1. salmankoeas@gmail.com : admin :
মৌলভীবাজার ২৫০ বিশিষ্ট সদর হাসপাতালে নার্সের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ  - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুমকীর আঙ্গারিয়ায় লিগ্যাল এইডের ওরিয়েন্টেশন সভা। ফুলবাড়ীতে মাদক মুক্ত করার ঘোষণা দিয়ে প্রশংসায় ভাসছে নবাগত ওসি খন্দকার মহিব্বুল মাধবপুরে পিকআপ ভর্তি গাঁজা উদ্ধার’গ্রেফতার ২ বিএনপির গ্রাম কমিটি গঠন ও আলোচনা সভা ঢাকাস্থ আমতলী উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে বিশিষ্ট আইনজীবি গাজী তৌহিদুল ইসলামকে সংবর্ধনা । দুমকির আঙ্গারিয়ার কালভার্টে নারীকে লাঞ্ছিত ও মানহানির চেষ্টার অভিযোগ অটো চালকের বিরুদ্ধে ।। মাধবপুরে জাতীয় সমবায় দিবস পালিত নন্দীগ্রাম ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন টিসিবি অনলাইন কাজ চলিতেছে মাধবপুরে অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত করলো পিবিআই। ডিমলায় শ্মশানের জমি জবর দখলের অভিযোগ ।

মৌলভীবাজার ২৫০ বিশিষ্ট সদর হাসপাতালে নার্সের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ 

এনামুল হক আলম মৌলভীবাজার :
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৪৮৬ Time View
মৌলভীবাজার ২৫০ বিশিষ্ট সদর হাসপাতালে নার্সের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ 

এনামুল হক আলম মৌলভীবাজার

সোমবার(১৩ নভেম্বর) ভোর রাত ৪ টায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে আমিনা আক্তার (২৬) নামের এক মহিলার নবজাতকের মৃত্যু ঘটে।

মৌলভীবাজারের রাজনগর উপজেলার গবিন্দবাটি এলাকার মৃত নবজাতকের পিতার সেলিম মিয়ার অভিযোগ তার স্ত্রী আমিনা আক্তারকে ১২ নভেম্বর ডেলিভারী সংক্রান্ত কারনে হাসপাতালে ভর্তি করা হয়। মধ্যরাতে তার প্রস্রব বেদনা শুরু হলে তারা কর্তব্যরত সিনিয়র নার্স নার্গিস আক্তারকে ডাকতে গিয়ে তাকে ঘুমন্ত পান। অন্যান্য নার্সরা মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন। সিনিয়র নার্স নার্গিস আক্তার তাদেরে সময় বাকী আছে বলে বিদায় করে দেন। প্রস্রবকালীন জটিলতা দেখা দিলে আবারও সাথে থাকা রত্না বেগম সিনিয়র নার্স নার্গিস আক্তারকে গিয়ে আসার জন্য অনুরোধ করেন। তিনি তখন রোগীকে হাঁটানোর পরামর্শ দেন। কিছু সময়ের মধ্যে আমিনা আক্তার মৃত সন্তান প্রস্রব করেন।

এদিকে নবজাতক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মৃতের আত্নীয় স্বজনরা উত্তেজিত হয়ে উঠলে কর্তৃপক্ষ পুলিশকে খবর দেন। এসময় পুলিশ পাহারায় নার্স নার্গিস আক্তারকে নিরাপদে বাসায় পাঠানো হয়। প্রসুতি বিভাগের ৪২ নং বেডের জেরিন আক্তার, ৪৩ নং বেডের শিউলি আক্তার, ৪৪ নং বেডের রুপালী বেগম, ৪৬ নং বেডের রোহিনা বেগম বলেন, প্রস্রব বেদনায় আমিনা আক্তারকে ছটপট করতে দেখেছি। নার্স বা ডাক্তার কেহ কাছে আসেনি। পরবর্তীতে আমিনা বেগম কোন নার্স বা ডাক্তাররা ছাড়াই মৃত সন্তান প্রস্রব করেন। তারা সকলেই প্রসুতি এক দু’ দিন বা কিছু সময় পুর্বে ডেলিভারী হয়েছে। তারা প্রত্যেক নার্স বা ডাক্তার সংকটে ভোগছিলেন।

এব্যাপারে মৌলীভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক কর্মকর্তা বিনেন্দ্র ভৌমিক বলেন, ডেলিভারী পুর্বে বাচ্চার অবস্থা স্বাভাবিক ছিল। ডেলিভারীর সময় নবজাতকের শ্বাস কষ্ট বেড়ে যায়। আর বাচ্চাকে তো টেনে হেঁছড়ে বেড় করা যায়না। ডেলিভারী সময় অনেক ক্ষেত্রে মা ও নবজাতক দু’জনই মারা যায়। এক্ষেত্র মা’তো বেঁচে আছে। বিষয়টি আরএমও ফয়ছল আহমেদ সহ বসে পক্ষের সাথে সমাধান হয়ে গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আপনার প্রতিষ্টানের বিশ্বব্যাপি প্রচারের জন্য বিজ্ঞাপন দিন

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com