নিজেস্ব প্রতিবেদক:
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলাতেও উদযাপিত হচ্ছে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা।
মহান আল্লাহ সন্তষ্টির আশায় পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসরমানরা। ত্যাগের মাধ্যমে আনন্দ এই বিশ্বাসে মুসলমানেরা ঈদগাহে গিয়ে দুই রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করেন। এরপর আর্থিক সামর্থ্য অনুযায়ী কেনা গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করছেন।
ইসলামী শরীয়াহ অনুযায়ী, ঈদুল আজহায় পশু কোরবানি করা ওয়াজিব। পবিত্র কোরআনের সূরা কাউসারে বলা হয়েছে, ‘অতএব তোমার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড় এবং পশু কোরবানি করো।’ সূরা হজে বলা হয়েছে, ‘কোরবানি করার পশু মানুষের জন্য কল্যাণের নির্দেশনা।’
হবিগঞ্জ জেলা শহর সহ নয়টি উপজেলায় ব্যাপক মুসল্লিদের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন . …
মৌলভীবাজারে পবিত্র ঈদুল আযহা উদযাপিত
Subscribe to get the latest posts sent to your email.