ইয়াসিন আরাফাত যশোর প্রতিনিধি :
যশোর শহরের ঘোপ জেল রোড এলাকা থেকে নাশকতা মামলার অন্যতম আসামী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপজেলার চেয়ারম্যান সাবিরা সুলতানা মুন্নি’কে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোরের সদস্যরা।
শনিবার দিবাগত রাত দুইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার মুন্নি ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর ৫নং ওয়ার্ড এলাকার আব্দুল মান্নানের মেয়ে ও মৃত নাজমুল ইসলামের স্ত্রী। র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,শনিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঝিকরগাছা থানার মামলা নং-২৭, তারিখ- ৩১ অক্টোবর ২০২৩, ধারা-15(3)/25D The Special Powers Act, 1974; Zrmn 3/4/5/6 The Explosive Substances Act, 1908 মামলার অন্যতম আসামী সাবিরা সুলতানা মুন্নি। যশোর শহরের ঘোপ জেল রোড এলাকায় আত্মগোপনে আছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে রাত ২টারদিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন …