তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার :
রংপুর-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশির সময় ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে কুন্দারহাট হাইওয়ে পুলিশ।
এ ব্যাপারে গতকাল বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আশরাফুল ইসলাম (৩৬) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এনায়েতপুর কান্দিয়া এলাকার মৃত সাহেব মন্ডলের ছেলে।
আরওপড়ুন …
জানা গেছে, হাইওয়ে বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় শুক্রবার রাতে মাদক বিরোধী অভিযানে নামে হাইওয়ে পুলিশ। বগুড়া সদর থানার গোকুল এলাকার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গতকাল শনিবার কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. আব্বাস আলী জানান, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহ মুকাম পরিবহনের বাস (ঢাকা মেট্রো ব-১৩-০৭২২) তল্লাশিকালে ৩০ বোতল ফেন্সিডিলসহ বাসের যাত্রী আশরাফুলকে হাতেনাতে আটক করা হয়। তাকে বগুড়া সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।