যৌথ বাহিনীর অভিযান মেলায় অশ্লীল নৃত্য প্রদর্শন, ১০ জনকে কারাদণ্ড
মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী মেলায় সেনাবাহিনী ও এনএসআই এর যৌথ অভিযানে অশ্লীল নৃত্য পরিচালনার দায়ে ১০ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া ভ্রাম্যমাণ আদালত । ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার
বুধবার রাত ১২ টার দিকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী মেলায় যাদু প্রদর্শনী আড়ালে অশ্লীল নৃত্য চলাকালীন সময়ে সেনাবাহিনী ও এনএসআই এর সদস্যরা মিলে যৌথ অভিযান চালায়।
এসময় দেড় শতাধিক অশ্লীল নৃত্য শিল্পী, যাদু প্রদর্শনীর প্যান্ডেল পরিচালনা কমিটির সদস্য ও দর্শকদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে থেকে ভ্রাম্যমাণ আদালতে ১০ জনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। বাকীদের থেকে মুচলেকা গ্রহণের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয়রা আমাদের কে জানান, হিন্দুধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে দীর্ঘ ৩০০ বছর যাবত সোনামুখীতে মেলা বসে আসছে। তবে গত এক সপ্তাহ যাবত এবারের মেলায় যাদু প্রদর্শনীর নামে প্রচুর অশ্লীলতা দেখা যাচ্ছিলো। সোনামুখী এলাকার কিছু বিএনপির নেতা-কর্মীরা এই অশ্লীলতাকে প্রশ্রয় দিয়ে আসছিলো বলে জানান তারা।
মেলায় প্রচুর অশ্লীলতা চলছে এমন গোপন সংবাদ পেয়ে এনএসআই ও সেনাবাহিনীর সদস্যরা সোনামুখী মেলায় গিয়ে যৌথ অভিযান চালায়। অভিযানে অশ্লীল নৃত্যের প্যান্ডেল গুলো ভেঙে ফেলা হয়।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার জানান আমরা গোপন সংবাদে জানতে পারি সোনামুখী মেলায় অশ্লীল নৃত্য প্রদর্শন করা হচ্ছে, অশ্লীল নৃত্য আমরা হাতেনাতে ধরে ফেলি এবং ১০ কে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত,
এসময় অভিযানে সাথে ছিলেন এনএসআইয়ের যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাসহ সেনা সদস্যরা।
মাহমুদুল হাসান শুভ
কাজিপুর, (সিরাজগঞ্জ) প্রতিনিধি
01792997543
Subscribe to get the latest posts sent to your email.