রাজনগরের গোবিন্দপুরে জায়গা জমির বিরুদের জেরধরে প্রতিপক্ষের হামলায় কলি বেগম ও সিপিনা বেগম আহত
প্রতিবেদনেঃ এনামুল হক আলম
গত ১৯ অক্টোবর ২০২৪ মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন ১ নং ফতেপুর ইউনিয়ন এর গোবিন্দপুর গ্রামের মৃত ছাতির মিয়ার মেয়েদের সাথে সাথে জায়গা জমি নিয়ে একি এলাকার আতাউর মিয়া গংদের সাথে বিরোধী চলে আসছিল,জানা যায় আতাউর মিয়ার পরিবারের লোকেরা প্রায় সময় ভুক্তভোগী মৃত ছাতির মিয়ার মেয়েদের উপর নির্যাতন করে আসছে আতাউর রহমান এর পরিবাররা গ্রামের কোন শালিশ বৈঠক মানে না মৃত ছাতির মিয়ার পরিবারে ২ মেয়ে ছাড়া পুরুষ মানুষ না তাকায় এই আতাউর রহমান গংরা মৃত ছাতির মিয়ার ২ মেয়ে কলি বেগম ও সিপিনা বেগম কে হুমকি ও জায়গা দখল করার পাঁয়তারা করে আসছিল ঘটনার দিন ১৯ অক্টোবর ২০২৪ তারিখে, বিবাদী নাসিমা বেগম,তানভীর মিয়া,জাকারিয়া মিয়া সহ অজ্ঞাতনামা বিবাদীগণ, হাতে দা,কোদাল,লোহার রড,বাঁশের লাঠি নিয়া আশিয়া মৃত ছাতির মিয়ার ঘর দরজা ভাঙচুর এবং ঘরের বারান্দা কোদাল দিয়া কাটিতে থাকিলে,মৃত ছাতির মিয়ার ২ মেয়ে বাধা দিতে গেলে,বিবাদী নাসিমা বেগম,তানভীর মিয়া,জাকারিয়া মিয়া সহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে মৃত ছাতির মিয়ার পরিবারের উপর অতর্কিত এলোপাথাড়ি হামলা চালায় এতে মৃত ছাতির মিয়ার ২ মেয়ে কলি বেগম, ও সিপিনা বেগম আহত হন এ সময় সিএনজি ড্রাইভার সহ কয়েকজন মিলে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন এবং চিকিৎসা করান,এ ব্যাপারে রাজনগর থানায় মামলা হয়েছে,ভুক্তভোগী মৃত ছাতির মিয়ার পরিবারের অভিযোগ মামলা হওয়া সত্ত্বেও পুলিশ আসামিদেরকে ধরছে না। তাই এর সুষ্ঠু বিচার চান মৃত ছাতির মিয়ার স্ত্রী ও ২ মেয়ে।