1. salmankoeas@gmail.com : admin :
রাজশাহীতে শিবিরের মিছিল, ছাত্রলীগের ধাওয়া - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:

রাজশাহীতে শিবিরের মিছিল, ছাত্রলীগের ধাওয়া

 মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহীঃ
  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৯৬ Time View
রাজশাহীতে শিবিরের মিছিল, ছাত্রলীগের ধাওয়া

মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহীঃ

রাজশাহী নগরীতে ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর তালাইমারি নর্দান মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রুয়েট গেট সংলগ্ন নর্দান মোড় এলাকায় ১০-১৫ জন যুবক ইট-পাটকেল নিয়ে অবস্থান করে। অবোরোধের সমর্থনে তারা মিছিলের চেষ্টা করে। এসময় তালাইমারির দিক থেকে ছাত্রলীগের একদল নেতাকর্মী সেখানে আসলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন উভয় সংগঠনের নেতাকর্মীরা। এতে সড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। ফলে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।

আরও পড়ুন ….

১৪ দলের নেতাকর্মীরা লাঠি হাতে প্রস্তুত থাকুন : এমপি তানসেন

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, দুপুর আড়াইটার দিকে অবরোধের সমর্থনে ছাত্রশিবিরের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। এসময় ছাত্রলীগের নেতৃবৃন্দ তাদের ধাওয়া করে। এতে ছাত্রশিবির ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এক পর্যায়ে ছাত্রলীগের ধাওয়া খেয়ে ছাত্রশিবিরের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় কোনো হতহত হয়নি। এছাড়াও ছাত্র শিবিরের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ায় কেউ আটক হয়নি। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

কিছুক্ষণ পর রাজশাহীর মহানগর আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু আরও কয়েকজন নেতাকর্মী নিয়ে ঘটনাস্থলে আসেন। এসময় তিনি বলেন, সবাই যখন কাজে ব্যস্ত,তখন প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল বিএনপি-জামায়াতের একদল সন্ত্রাসী। এসময় সাধারণ মানুষ ও ছাত্রলীগের প্রতিরোধে মুখে তারা পালায়।

মতিহার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.সৌরভ বলেন,আমরা প্রতিদিনের ন্যায় অবরোধের প্রতিবাদে ১৩টি পয়েন্টে আছি। আমার দায়িত্ব ছিল তালাইমারি মোড়। জায়গাটি সিসি ক্যামেরার আওতাভুক্ত নয়। আমরা আজও অবস্থা নিই। এমন এক সময় শুনি, জামায়াত নাকি নৈরাজ্য করার পাঁয়তারা সৃষ্টি করছে। আমরা তৎক্ষনাৎ আমাদের অবস্থান নিয়ে এসেছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আপনার প্রতিষ্টানের বিশ্বব্যাপি প্রচারের জন্য বিজ্ঞাপন দিন

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com