রাজশাহীতে হিন্দুর বাড়ী ভাংচুরের গুজব ঘটনায় এলাকায় উত্তেজনা
মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহী :
নগরীর বুলনপুর এলাকায় এক হিন্দু পরিবারের বসতবাড়ি ভাংচুর হয়েছে এই বলে এলাকায় গুজব ছড়িয়ে পরে। ৪ নং ওয়ার্ডের বুলনপুর ঘোষপাড়া এলাকায় প্রায় শতাধিক হিন্দু পরিবারের বসবাস তারা প্রায় সকলেই মিষ্টি বানানোর ব্যবসার সাথে জড়িত। গত ৭ আগষ্ট রাত সারে ১০ টার দিকে দশরত ঘোষ এর প্রতিবেশী দূর্লভ সাবল নিয়ে বাড়ির নিচের অতিরিক্ত ঢালাই সীমানার অল্প অংশ ভাংগে এসময় স্থানীয় কিছু ব্যাক্তি বাঁধা প্রদান করে। এ সময় স্থানীয় হিন্দু পরিবারগুলোর মাঝে আংতক ছড়িয়ে পরে।
সরজমিন গিয়ে দেখা যায় দশরত ঘোষ এর বাসার সীমানা রাস্তা সংলগ্ন কিছু জায়গায় আধহাত উচু করে ঢালাই দেয়া সেই ঢালাইএর অল্প জায়গায় সাবল দিয়ে ভাংগা। ঢালাই ভাংগার বিষয়ে প্রতিবেশী দূর্লভ বলেন এই উঁচু ঢালাই দেওয়ার কারনে গলির ভিতরে রিক্সা- ভ্যান প্রবেশ করতে পারেনা। বিগত সময়ে কয়েকবার বললেও তিনি ঢালাইটা ভাংগেনি তাই আমি রাগ করে ভাংগছিলাম। তবে তার এই কাজটা করা উচিত হয়নি বলেও তিনি স্বীকার করে এবং হিন্দু প্রতিবেশী দশরত ঘোষের কাছে ক্ষমা চায়।
ভাংগার সময় কিছু দুষ্কৃতকারী ও বাঁধা প্রদানকারীদের সাথে সংঘর্ষ ঘটে এতে স্থানীয় দুই ভাই গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। দুষ্কৃতকারীদের ইন্ধন দেয়ার বিষয়ে অভিযোগ উঠে স্থানীয় ৪ নং ওয়ার্ড বিএনপির নেতা আহসান হাবীব রুবেলের বিরুদ্ধে তবে স্থানীয় বিএনপি নেতা এটাকে তার নামে অপপ্রচার করা হচ্ছে বলেন। তিনি আরও বলেন আমি শেখ হাসিনা সরকারের পতনের পরে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এলাকায় কোন প্রকার বিশৃঙ্খলা না হবার জন্য ব্যাপক জনসচেতনতা মুলক কাজ করি এতে কিছু লোক ইর্শ্বান্নীত হয়ে আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি চাই এটার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করা হোক এবং দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
Subscribe to get the latest posts sent to your email.