মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহীঃ
রাজশাহীর চারঘাটে সোনার তরী বাস ও ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে ।
শনিবার (১১ই নভেম্বর ২০২৩) বেলা আনুমানিক ১১.০০ ঘটিকার সময় চারঘাট পৌরসভার খুদির বটতলা নামক বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা হতে বগুড়া চলাচলকারী সোনার তরী বাস (মেট্রো-ব ১৪-০৮৩৯) ও ভ্যান এর মধ্যে সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা চালক মোঃ ফরমান আলী (৪৫) এবং যাত্রী মোঃ শমসের আলী (৬৫) গুরুতর আহত হয়। এ সময় ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে আহতদের অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। সেখানে শমসের আলী (৬৫) এর অবস্থা আশংখা জনক। তারা দুইজনই চারঘাট উপজেলার স্থায়ী বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলা হতে রিকুইজিশনের ভিত্তিতে জেলা পুলিশ নিয়ে বাৎসরিক ফায়ারিং শেষে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়ে চারঘাট এর উদ্দেশ্যে যাত্রী নেওয়ার জন্য দাড়িয়ে থাকা ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুর্ঘটনার রুপ নেয় । এসময় চারঘাট থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটিকে জব্দ করে ড্রাইভার ও হেলপার কে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন দূর্ঘটনার বিষয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে বাস ও বাসের ড্রাইভার ও হেলপার কে থানায় নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে আসামি বা অভিযুক্তদের নাম ঠিকানা জানা যায় নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানচলাচলও স্বাভাবিক রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান আছে বলেও ওসি জানান।