মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহীঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী- ৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ১২ টার সময় মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ শামীম এর কার্যালয়ে গিয়ে তাঁর হাতে মনোনয়নপত্র জমা দেন।
জানা গেছে, রাজশাহী-৩ আসনে প্রথমববরের মতো আওয়ামী লীগ প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ।
মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভকেট মুসাব্বিরুল ইসলাম সহ আগত সকল নেতাকর্মীবৃন্দ।
এ সময় বিভিন্ন ইলেকট্রনিক ও পিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।