মোঃ আরিফুল হাসান, (ফরিদপুর জেলা প্রতিনিধি):
ফরিদপুরের মধুখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শাহ্ সাব্বির হোসেন সুরুজ এর দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (০৫ জানুয়ারি ২০২৪ ইং) বাদ যোহর উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজার মসজিদের সামনে জানাজা শেষে ডুমাইন কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার জানাজার নামাজ আদায় করেন ডুমাইন বাজার মসজিদের ইমাম হাফেজ হাদিউজ্জামান।
আরও পড়ুন ….
দাফনের আগে বীর মুক্তিযোদ্ধা শাহ্ সাব্বির হোসেন সুরুজকে ফরিদপুর জেলা পুলিশের একটি চৌকস দল “গার্ড অফ অনার” প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিরাজ হোসেন।
মধুখালী উপজেলার ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান, ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পারিবারিক সূত্রে জানা যায়, ৪ জানুয়ারি রবিবার রাত ১১ ঘটিকায় উত্তরা মডার্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। মৃত্যুপূর্বে তিনি দুই কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।