স্টাফ রিপোর্টার :
মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্যাসফিল্ড ঢাকা-সিলেট মহাসড়ক হতে পূর্ব দিকে মানিকপুর সাকিনস্হ হবিগঞ্জ গ্যাসফিল্ড, জালালাবাদ গ্যাস, তিতাস গ্যাস, চারু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিঃ, তালুকদার কেমিক্যাল সহ ১টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি হাইস্কুল এন্ড কলেজ রয়েছে।
এই প্রধান সড়ক দিয়ে যানবাহন ও ছাত্র ছাত্রী সহ হাজারো পথচারীরা চলাচল করে বলে ও সরেজমিনে দেখা মিললো।
ঢাকা-সিলেট মহাসড়কে প্রবেশ-বাহির হওয়ার এই প্রধান সড়কে গত কয়েকদিন ধরে জালালাবাদ গ্যাসের জরুরি কর্মযজ্ঞে ব্যবহার করা হচ্ছে বড় ভেকু।
আরওপড়ুন ….
সড়কটি ভেকু দিয়ে খুঁড়ে গ্যাসের পাইপ বসানো হচ্ছে এমনকি মাঠিগুলো উঁচু করে সড়কে রাখায় রাস্তাটি মূলত বন্ধ রয়েছে। ইতিমধ্যেই নজরে আসে পথচারীরা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ফাঁকফোকর দিয়ে চলাচল করছে। এতে চরম ক্ষোভ দেখা দিয়েছে পথচারীর মধ্যে। তাঁরা মনে করছেন এই উন্নয়নের জন্য পরবর্তীতে সড়কের বেহাল দশার শিকার হতে হবে পথচারীদের।
ডি/সি/এস -কে. এ.এস