মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহী :
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বর্নিল আয়োজনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) দিবস উদযাপন করা হচ্ছে।
রুয়েটের ইইই বিভাগের আয়োজনে শুক্রবার থেকে শুরু হয়েছে দুইদিনের নানা আনুষ্ঠানিকতা। শুক্রবার সকালে ক্যাম্পাসে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
ইইই বিভাগের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মিলনায়নে গিয়ে শেষ হয়।
পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
রুয়েটের ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল সেখ, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক মো. রবিউল ইসলাম, কেডিএইচ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী আনোয়ার হোসেন, মালেয়শিয়ার কেবানসান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নওশাদ আমিন, ইইই বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদ রানা প্রমুখ।
এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে আইডিয়া কনটেস্ট, প্রজেক্ট শোকেসিং, ম্যাটল্যাব কনটেস্ট, রোবো ফাইট, সার্কিট অলিম্পিয়াড, ট্যাকট্রিক টুর্নামেন্টসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রায় ৩০০ জনের অধিক অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন। শনিবার অনুষ্ঠান শেষ হবে।